Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পিএসসির প্রথম সভায় যা যা সিদ্ধান্ত হলো

পিএসসির প্রথম সভায় যা যা  সিদ্ধান্ত হলো
ছবি: সংগৃহীত

সরকার বদলের প্রেক্ষাপটে এখন পর্যন্ত প্রায় চার মাসে পিএসসির কার্যক্রম অনেকটাই গতিহীন অবস্থায় রয়েছে। এই চার মাসে কোনো বিসিএস পরীক্ষা নেওয়া হয়নি বা ফলাফলও প্রকাশিত হয়নি।

আজ (১২ নভেম্বর) পুনর্গঠিত পিএসসির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, কোরাম হতে বা পিএসসির সভা করতে ছয়জন সদস্য দরকার হয়। এটি না থাকায় সভা করা যাচ্ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রথম সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোন বিসিএস ও নানা পরীক্ষা কোন কোন সদস্য দেখবেন বা সমন্বয় করবেন, তা সভার আগেই ঠিক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়, গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

এদিকে, বর্তমানে তিনটি বিসিএস কার্যত আটকে আছে। নিয়োগের প্রক্রিয়াতেও কোনো গতি নেই। এতে চাকরিপ্রার্থীরা অনিশ্চয়তায় দিন পার করছেন।

৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত আছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম আটকে আছে। এ ছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত আছে।

 
এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪