Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

মণিপুরে জাতিগত দাঙ্গায় ২৫৮ জন নিহত

মণিপুরে জাতিগত দাঙ্গায় ২৫৮ জন নিহত
ছবি: সংগৃহীত

গত বছরের মে মাস থেকে ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত ২৫৮ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।

শুক্রবার (২২ নভেম্বর) নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, মন্ত্রী ও বিধায়কদের সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লুট হওয়া প্রায় ৩ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জাতিগত দাঙ্গা শুরুর পর ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। ৩২ লাখ মানুষের এই রাজ্যে উভয় সম্প্রদায়ের সহিংস সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সম্প্রতি নতুন করে রাজ্যের জিরিবাম জেলায় কুকি উপজাতি সম্প্রদায়ের ৩১ বছর বয়সী হামার গোষ্ঠীর এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় কুকি গোষ্ঠীগুলো মেইতেইদের দায়ী করেছে।

চাকরি ও শিক্ষায় সরকারি অনুদান এবং কোটা নিয়ে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষে গত বছরের মে মাস থেকে মণিপুরে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 
এএজি

নামাজের সময়সূচী

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪