প্রথম আলো কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান
রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে কয়েক শ ব্যক্তি সেখানে অবস্থান নেয়। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে- এমন অভিযোগে আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে তারা কাওরান বাজারে অবস্থান নেয়। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।
এদিকে দুপুর থেকেই প্রথম আলোর কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, কার্যালয়ের মূল ফটক বন্ধ করা রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।
এএজি