চলমান সহিংসতা এরিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি জবি প্রক্টরের নির্দেশ
চলমান বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এরিয়ে চলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক শিক্ষার্থীদের নির্দেশ জানান।
আজ ২৫ এ নভেম্বর (সোমবার) একটি নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি এই নির্দেশ দেয়া হয়।
নোটিশ এ বলা হয়, বিগত কয়েকদিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। স্মরণে রাখা প্রয়োজন, 'স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন'। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যে কোনো ধরণের পরিস্থিতিতে সংযম প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক তাজাম্মুল হক এক ফেইসবুক পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কারো উস্কানিতে সংঘর্ষে না জড়ানো প্রত্যাশা জানিয়েছেন।
টিএ