পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ৮২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় শিয়া ও সুন্নি মতাবলম্বীদের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫৬ জন। এক প্রতিবেদনে টিআরটি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত তিন দিন ধরে চলা এই সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ১৫৬ জন। সংঘাত বন্ধ করতে দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রশাসনিক কর্মকর্তারা।
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে গত কয়েক মাস ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রদেশটিতে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে বলেন, গত ২১ থেকে ২৩ নভেম্বর সংঘর্ষ ও গাড়িবহরে হামলায় ৮২ জন নিহত ও ১৫৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি এবং ৬৬ জন শিয়া সম্প্রদায়ের।
টিএ