Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ইসকন নেতা আটকের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ

ইসকন নেতা আটকের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় এ বিক্ষোভ করা হয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টা থেকে তার অনুসারীরা জড়ো হতে থাকেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার মুক্তির দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি, অ্যাডভোকেট ভাস্কর বাগচী, যুব মহাজোটের সাধারণ সম্পাদক চন্দন নাগ, বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি দেবাশিষ কুমার দেবু প্রমুখ।

বক্তারা বলেন, অতিদ্রুত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, বিক্ষোভের শুরু থেকেই কানাইখালী এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের উপস্হিতি দেখা যায়। ঘটনাস্থলে নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, শান্তিপূর্ণভাবে তারা ঘটনাস্থল ছেড়ে দিয়েছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

 
কেএ