Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, “রাতেই সড়কপথে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রামে আনা হয়। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।”

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তরচিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর এর আগে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার নাথ বলেন, “আদালত জামিন নাম মঞ্জুর করেছেন। আমরা আগামীকাল (মিস কেস) মামলা দায়ের করবো।”

প্রসঙ্গত, সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪