দেশের প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন চালু
বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগে দেশে প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন চালু করা হয়েছে।
রোববার (৩ডিসেম্বর) ঢাকার ক্যান্টনমেন্টের মানিকদিতে এই স্টেশনটি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
স্টেশনটি ঢাকা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ডেসকো এবং সুমাত্রা ফিলিং স্টেশনের সঙ্গে একটি যৌথ উদ্যোগে ক্র্যাক প্লাটুন সল্যুশন লিমিটেড স্থাপন করেছে। এই স্টেশনে ৫০ কিলোওয়াট ক্ষমতার দুটি ফাস্ট চার্জার এবং ১০ কিলোওয়াট ক্ষমতার একটি স্লো চার্জার রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করে একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি মাত্র ৩০ মিনিটে পুরোপুরি চার্জ করা যাবে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “ইলেকট্রিক গাড়ি আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে সরকারের নীতিগত সহায়তা রয়েছে। আগামীতে সারাদেশে আরও বেশিসংখ্যক চার্জিং স্টেশন স্থাপন করা হবে।”
ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর শাহরিয়ার উৎস বলেন, “আমরা দেশের ইলেকট্রিক গাড়ি শিল্পের বিকাশে অবদান রাখতে চাই। এই স্টেশনটি ইলেকট্রিক গাড়ি চালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।”
তিনি আরও বলেন, 'পরিবহন প্রতিষ্ঠানগুলোতে গাড়ির ব্র্যান্ড ভেদে ব্যাটারি চার্জ করতে পাঁচ থেকে আট ঘণ্টা সময় লেগে যায়। অপরদিকে, আমাদের স্টেশনগুলোতে ব্যাটারির ধারণক্ষমতা অনুযায়ী ২৫ থেকে ৪০ মিনিটের মধ্যে চার্জ দেওয়া যায়। যার ফলে এ ধরনের আরও স্টেশন চালু হলে ব্যবহারকারীরা ইলেকট্রিক গাড়ি নিয়ে লং ড্রাইভেও যেতে পারবেন বলে মত প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ কুমার দাস, সুমাত্রা ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই স্টেশনটি চালু হওয়ার ফলে দেশের ইলেকট্রিক গাড়ি চালকদের জন্য চার্জিং সুবিধা আরও সহজলভ্য হবে। এতে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়তে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
এমআইপি