জবিতে ‘জাস্টিস ফর জুলাই’ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ন্যায্যতা আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘জাস্টিস ফর জুলাই’ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এ সভায় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আরেফিন মোহাম্মদ এবং সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবরার হামিম।
সভায় বক্তারা ‘জুলাই বিপ্লব’-এর লক্ষ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আরেফিন মোহাম্মদ বলেন, “জুলাই মাসে জনগণের যে প্রত্যক্ষ রাজনৈতিক উত্থান দেখা গেছে, এটি নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সূচনা মাত্র। জুলাইয়ের শহীদেরা আমাদের একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চিরস্মরণীয় লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে গেছেন। জাস্টিস ফর জুলাই শহীদদের স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং খুনিদের বিচারের পাশাপাশি সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
অন্যদিকে, মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, “জুলাই বিপ্লব আমাদের সামনে জন আকাঙ্ক্ষার একটি শক্তিশালী বয়ান তৈরি করেছে, যাকে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এ কাজে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রচেষ্টার মূল চালিকা শক্তি।”
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘জাস্টিস ফর জুলাই’ এর কমিটি গঠন এবং সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দিতে গণযোগাযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি তাদের আগ্রহ ও সমর্থন প্রকাশ করে।
উল্লেখ্য, ‘জাস্টিস ফর জুলাই’ চব্বিশের বিপ্লব-পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
এএজি