গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের স্নাতক পর্যায়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সি ব্লক অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা আমাদের সন্তানের মত ছিলেন, আজীবন এভাবে থাকবেন। আজ থেকে আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে যাবেন।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং সবসময় ন্যায়ের পথে থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড.পারভেজ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ এখান থেকে বের হয়ে যা অর্জন করলে সেটা সঠিকভাবে কাজে লাগাবে। চার বছরের স্নাতকের শিক্ষা এবং শিক্ষার্থীদেরদের আচার-আচরণ মধ্যে দিয়ে ফুটে উঠবে গণ বিশ্ববিদ্যালয়ের নাম। সকলেই ন্যায়ের পথে অনড় থাকলে ভবিষ্যত সুন্দর হবে।'
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, প্রক্টর রফিকুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার এ.কে.এম সাইফুল্লাহ।
প্রথম পর্বের শেষাংশে, বিদায়ী ১৮ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের গান, নাচ, র্যাম্প শো'র মধ্য দিয়ে সন্ধ্যায় এ মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।
এএজি