Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

এশিয়ায় সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

এশিয়ায় সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
ছবি: সংগৃহীত

এশিয়ায় ব্যাপক সংকট তৈরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ব্যবহার করছে, এমন অভিযোগ করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্ক। 

রোববার (২৪ নভেম্বর) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে মস্কো চীনকেই সহযোগিতা করবে। 

বার্তা সংস্থা তাসকে রুদেঙ্গ জানিয়েছেন, ‘আমরা দেখতে পাচ্ছি এক চীনা নীতিতে হস্তক্ষেপ করছে ওয়াশিংটন। এজন্য তারা তাইপের সঙ্গে সামরিক এবং রাজনেতিক সম্পর্ক আরও বৃদ্ধি করেছে এবং অস্ত্র সরবরাহ বাড়িয়েছে।’

তিনি আরও বলেন,‘ তাইওয়ান ইস্যুতে পিআরসিকে (পিপিল’স রিপাবলিক অব চায়না) উষ্কে দিয়ে এশিয়াতে সংকট তৈরি করে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে নেমেছে।’ তবে প্রতিবেদনে রুদেঙ্কর পক্ষের নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়নি। 

গত সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে ৫৬৭ মিলিয়ন ডলারে সামরিক সহায়তার অনুমোদন দেন। যার সমালোচনা করে রাশিয়া। কারণ এশিয়ার ইস্যুতে মস্কো চীনের পাশে রয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪