Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪

সত্যদ্রসষ্টা সিদ্ধার্থ বুদ্ধ : ফকির বাবুল

সত্যদ্রসষ্টা সিদ্ধার্থ বুদ্ধ : ফকির বাবুল
ফকির বাবুল

ভারতে একটা গোএ ছিল যাহারা নরবলি দিত মাতৃদর্শনে শক্তি অর্জনের জন্য , আসলে কি শক্তি অর্জন হতো ?  বর্তমান সেই নরবলি গোএরা পাঠা বলি দেয় এর কারণ কি ? কারণ হলো অজ্ঞতা ও কুসংস্কার |

গৌতমবুদ্ধের একটা ঘটনা কথা মনে পারলো | তখনকার যুগে বুদ্ধ সিদ্ধার্থ একটি বটগাছের তলায় বিশ্রাম করছিলেন , কারণ তিনি কোন গৃহস্থের ঘরের মধ্যে থাকতেন না | সেই সময় ওই অঞ্চলে প্রাচীন মন্দির গুলোতে বেশ কিছু কাপালিক থাকত এবং তাদের মধ্যে নরবলি দেওয়া এবং নরমাংস ভক্ষণ করার রীতি ছিল | কাপালিকদের শাস্ত্র অনুযায়ী নরবলির ক্ষেত্রে নিয়ম হচ্ছে , একদম নিখুঁত শরীরকে বলি হতে হবে , অর্থাৎ যাকে বলি দেওয়া হবে তার মাথা থেকে পা পর্যন্ত কোন খুঁত বা আঘাতের চিহ্ন থাকলে চলবে না | এই কারণে ওরা বলি দেওয়ার জন্য সাধারণত বালক অথবা কিশোর খুঁজত | ওদের বিশ্বাস অনুযায়ী এই নরবলি দিলে ওদের মধ্যে নানা রকমের শক্তি জাগবে |

কাপালিক দেখল বুদ্ধ সিদ্ধার্থ একজন পূর্ণবয়স্ক মানুষ , তাও ওনার মধ্যে বলি দেওয়ার আদর্শ সমস্ত লক্ষণগুলো ছিল | একদিকে তাঁর নিখুঁত ত্রুটিহীন শরীর , আরেকদিকে কাপালিকরা বুঝতে পেরেছিল যে উনি একজন মহান সাধক | তাই ভাবল , এঁকে বলি দিলে অনেক বেশি শক্তি পাওয়া যেতে পারে | এই চিন্তা নিয়ে কাপালিকরা গৌতমবুদ্ধকে ধরতে গেল | তবে কাছে গিয়ে দেখল যে গৌতমবুদ্ধ ওদের জন্যই অপেক্ষা করছেন | কাপালিকদের সামনে বসিয়ে ওদের সাথে আলোচনা করতে করতে গৌতমবুদ্ধ বললেন , তোমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছ সেটা বুঝতে পারছি |

গৌতমবুদ্ধ জিজ্ঞাসা করলো নরবলি দিলে তোমাদের এতে কি হয় ? কাপালিক বলল , আমরা অনেক শক্তি অর্জন করতে পারি , আমরা মাতৃদর্শনের পথে এগিয়ে যেতে পারি | গৌতমবুদ্ধ বললেন , আর যাকে বলি দেওয়া হলো তার কী হয় ? কাপালিকরা বলল , তার সরাসরি মোক্ষলাভ হয়ে যায | এবার গৌতমবুদ্ধ বললেন , তাহলে অন্য কাউকে বলি না দিয়ে তোমরা নিজেদেরকে বলি দিচ্ছ না কেন ? সাধনা করে কবে মাতৃদর্শন হবে এসব ঝামেলায় না গিয়ে সরাসরি মোক্ষলাভ হয়ে যাক | কাপালিকরা চুপ করে গেল |

গৌতমবুদ্ধ বললেন , তোমরা যাঁর পুজো করছো , সাধনা করছো , সেই মা কি শুধু তোমাদের ? কাপালিকরা বলল না , তিনি সকলের | গৌতমবুদ্ধ বললেন , যেহেতু তিনি সকলের মা হন , তাহলে কোন্ মা নিজের সন্তানকে তাঁর সামনে বলি দিতে চাইবেন , যাতে করে আরেকজনের সাধনার উন্নতি হয় ? কাপালিকরা নরবলি দিলেও এমনিতে নেহাতই সরল অন্ধবিশ্বাস ছিল | এবার কাপালিকরা জিজ্ঞাসা করল বুদ্ধকে , তাহলে নরবলি দেবো না ? বন্ধ করে দেব ?

গৌতম বুদ্ধ বললেন , হ্যাঁ , এখন থেকে বন্ধ করে দাও | বলি দিতে হলে অজ্ঞ পশুত্বকে দেও , নরবলি দিওনা | কাপালিকরা , বুদ্ধদের কথা শুনে নরবলি দেওয়া বন্ধ হয়েছিল ঠিক তবে নিরহ পশু বলি দেওয়া বন্ধ হলো না |


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ১০ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪