Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

কোটা আন্দোলন

ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, ইবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, ইবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি
ছবি: ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, ইবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কারের দাবিতে চতুর্থদিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এসে শেষ হয়। এসময় সড়কের উভয়পার্শ্বে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

দীর্ঘ দুই ঘন্টা অবরোধে কুষ্টিয়া-ঝিনাইদহ অভিমুখে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলন চলাকালীন অ্যাম্বুলেন্স ব্যাতিত কোন ধরনের গাড়ি চলতে দেয়নি তারা। এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকাল শোয়া ৬ টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এসময় কোটা সংস্কারের দাবি তুলে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চারদফা দাবিতে আন্দোলন করলেও এখন আমাদের একদফা দাবি। সরকারি সকল চাকরিতে নূন্যতম কোটা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন