Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

জাবির রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রের নবীন বরণ অনুষ্ঠিত

জাবির রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রের নবীন বরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রে ৫২ ও ৫৩ তম আবর্তনের নবীন সদস্যদেরকে বরণ করা হয়। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রের কক্ষে নবীন সদস্যদের নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করেন। 

জাকসুর প্রথম সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা শাহ বোরহানউদ্দিন রোকনের নামে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্র।

এসময় নাটক ও নাট্যত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও গ্রন্থকেন্দ্রের সদস্য সোহাগি সামিয়া বলেন, সমাজে পিছিয়ে পড়া কূপমন্ডুক চিন্তাকে ভেঙে বিজ্ঞানমনস্কতা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারটি ভূমিকা রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা নানা রকমের সুস্থ ধারার আয়োজন এবং বই পড়ার মধ্য দিয়ে সমাজের দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে এই প্রত্যাশা রাখেন রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রের।

 


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪