Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের গণমিছিল

কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের গণমিছিল
গণমিছিল কর্মসূচি

কুমিল্লায় গণমিছিল কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগন অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে কুমিল্লা নগরীর ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে শুরু হয়ে  মিছিলটি রেসকোর্স মোড়ে গিয়ে  শেষ হয়। পরে সেখান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কান্দিপাড়ে গিয়ে  শেষ হয়।

গণমিছিলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে  অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।’

 


কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন