Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

গবিতে বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ইইই

গবিতে বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ইইই

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) দ্বিতীয় বারের মতো এ আয়োজন করে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, অভিবাসন উন্নয়নের হাতিয়ার নয় বরং অভ্যন্তরীণ কর্মসংস্থানের সৃষ্টিই পারে টেকসই উন্নয়ন ঘটাতে।’ এতে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করে ইইই বিভাগ এবং বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করে বিএমবি বিভাগ।

এ প্রতিযোগিতায় ইইই বিভাগের পক্ষ থেকে বাকযুদ্ধে অংশগ্রহণ করেন মেহরাব হোসেন জিসান, মো. মনোয়ার হোসেন অন্তর, জুবায়ের ইসলাম মাহি। অপরদিকে বিএমবি বিভাগের পক্ষ থেকে অংশগ্রহণ করেন উৎস রায়চৌধুর, ইসরাত জাহান ইশা, জান্নাতুল ফেরদৌস সুফানা।

প্রতিযোগিতায় সেরা বিতার্কিক ঘোষিত হয়েছে বিরোধী দলের জান্নাতুল ফেরদৌস সুফানা এবং ফাইনালের সেরা বিতার্কিক হন সরকার দলের মনোয়ার হোসেন অন্তর।

প্রসঙ্গত, ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৫ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সংসদীয় পদ্ধতিতে ৩দিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 
কেএ