মাদকসেবনরত অবস্থায় দুই কিশোরকে হাতেনাতে ধরল পবিপ্রবি প্রশাসন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মাদকসেবীদের হাতেনাতে ধরা হলেও স্থানীয় মাদকসেবীদের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না পবিপ্রবি প্রশাসন। বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বাড়ছে, যা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে।
৩০ অক্টোবর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির সময় পবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা মুকিত নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় দুই কিশোরকে মাদক গ্রহণরত অবস্থায় হাতে-নাতে ধরে ফেলেন। মাদকাসক্ত দুই কিশোর উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করলে উপস্থিত অন্যান্য সদস্যদের সহায়তায় মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয় এবং নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে। কার্যালয়ে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান এবং উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম। আটককৃত দুই কিশোরের একজনের নাম নিলয় ইসলাম অনিক বলে জানা যায়।
পবিপ্রবি প্রশাসন প্রথমবারের মতো শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্টের ব্যবস্থা করেছে, যাতে মাদক সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা গেলেও বহিরাগতদের উপস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আটককৃত দুই কিশোরও স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
আটককৃত কিশোরদের বয়স কম হওয়ায় তাদের সরাসরি আইনের আওতায় না এনে অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজে লিপ্ত হলে তাদের সরাসরি আইনের আওতায় আনা হবে মর্মে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এএজি