হয়তো একদিন
হয়তো আমি একদিন মারা যাবো
কোনো কবিতা লিখতে না পারার কষ্টে
সদ্য ধরা পড়া কৈ মাছের মতো
হম্বিতম্বি করতে করতে!
হয়তো কোনো এক শুক্রবারে ফজরের
নামাজের পর সূর্যোদয়ের সময়ে
শেষ কবিতাটার একদম শেষের
কয়েকটা লাইন লিখতে না পারার কষ্টে
এনজিওর ঋণগ্রস্ত একজন কৃষকের মতো
শেষ সম্বল হালের গরুটাও বিক্রি করতে
না পারার আক্ষেপে গভীর হতাশায়!
এমনও হতে পারে
আমি হয়তো মারা যাবো ;
কোনো একদিন গভীর রাতে
একগুচ্ছ কবিতা লিখতে লিখতে
হৃদয়ের গহীন ভিতর থেকে বেরিয়ে আসা
শব্দের চাপ সহ্য করতে না পেরে,
যেভাবে কোনো তীর্থক্ষেত্রে পূর্ণার্থীদের ভীড়ে
দূর্বল কোনো পূর্ণার্থী পায়ের চাপে
পিষ্ট হয়ে মরে যায় সেভাবে।
আবার এমনও তো হতে পারে ;
আমি হয়তো মারা যাবো কোনো একদিন
প্রখর রোদেলা মধ্যদুপুরে কোনো এক
নির্জন সবুজ পাহাড়ের উপত্যকায়
নাম না জানা কোনো গাছের ছায়ায় বসে
কবিতা লিখতে লিখতে!
কলমে- গোলাম কবির
কেএ