Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কবিতা

মৌন মগ্ন ভাবনার কথা

মৌন মগ্ন ভাবনার কথা
দেশদেশান্তর গ্রাফিক্স

একবার ভাবোতো

যুগ ঋতু সময় ক্ষণ বদলায় 

তেমনি রক্তে মাংসে গড়া মানুষও তো তাই,

এখানে আবেগ মোহমায়া বলে কিছু থাকেনা 

এই আত্মিক টানের কোনো অবকাশও নেই, 

আছে শুধু ত্যাগের নিরব বিলাপ । 

জানোতো তুমি

আঘাতের ভার এখন আমার পাহাড় সমান 

যার আক্ষেপের বিলাপ কেউ জানতে চায় 

না,

আর যদিও জানতে চাও তা হবে-

ক্রোধের বিতৃষ্ণা ভরা অপমান। 

বুঝে নিও

কঠিণ পাথর হওয়া জীবনে 

কতো কষ্টের আঘাত হেনেছে,

সেই থেকে নতুন করে পাওয়া যন্ত্রণা

আমার কাছে সহ্যে পোষা মৌনতা, 

যেহেতু একাকীত্বের হাসিটা আমার-

 দৃঢ় প্রত্যয়ের শক্তি ।

দেখছো কিন্তু সব সময়

নরম মাটিতে আঁকড়ে থাকে সবুজ বনলতা,

একাকী পাহাড়ের চারপাশ ঘিরে,

কখনো শিশিরে ভেজা,কখনও রৌদ্রতাপে সজীব

তাই তো নিঃসঙ্গ মূহুর্তে পাহাড়ের তেমন দুঃখ নেই,

কারণ আকাশও যে আছে কাছে ।

 

লেখক ~~ রীতা মেরিয়ান রোজারীও

 
এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪