Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

কবিতা

কবিতার কাছে ঋণী

কবিতার কাছে ঋণী
গোলাম কবির

হতাশার গহীন অন্ধকারে যখন হারিয়ে 

 যাচ্ছিলাম কবিতা আমাকে সেখান থেকে 

 টেনে আনলো ঘুমভাঙা ভোরের স্নিগ্ধ আলোয়।

 চলতে চলতে পথে একটা সময় দিক ভুলে 

 ভুল পথে হেঁটে যাচ্ছিলাম কবিতা আমার জন্য

 দিকদর্শন যন্ত্রের মতো কাজ করলো। 

 হৃদয়ের কথা বলতে ইচ্ছে করলেও বলতে 

 না পারার ব্যর্থতায় একটা সময় 

 যখন প্রায় মুক হয়ে যাচ্ছিলাম, 

 ঠিক সেই মূহুর্তে

 কবিতা আমায় শেখালো কথা না বলেও 

 হৃদয়ের কথা কিভাবে অনায়াসে বলা যায়। 

 দুঃখের অতল সাগরে হাবুডুবু খেতে খেতে

 যখন আমি ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিলাম 

 ঠিক তখনই কবিতা আমাকে শিখিয়ে দিলো

 কিভাবে নিজের দুঃখগুলো

 ফেরি করে বেচতে হয় অন্যের কাছে।

 নিজের অমলধবল ইচ্ছেগুলোর কিভাবে

 অনিন্দ্য প্রকাশ করতে হয় কবিতা এবং 

 কবিতাই আমাকে তা বলে দিলো!

মানুষের অন্যায় করা দেখতে দেখতে 

 ইচ্ছে থাকা সত্ত্বেও যখন গায়ের শক্তি দিয়ে 

 প্রতিবাদ করতে ভয় পাচ্ছিলাম - 

 তখন কবিতা, তখন কবিতাই আমাকে

 শেখালো কবিতা লিখেও প্রতিবাদ করা যায়।

 প্রেমহীন এই পৃথিবীতে কারো প্রেম 

 না পেয়ে যখন হৃদয় ধূসর শালিকের 

 ডানার মতো হয়ে যাচ্ছিলো -

 তখন কবিতাই আমাকে তোমাকে নিয়ে 

 প্রেমের কবিতা লিখতে শেখালো

 এবং এভাবেই কবিতা আমাকে সারাটা জীবন 

 তার কাছে ঋণী করে রাখলো!

 

লেখক ~~ গোলাম কবির

 
এএজি