Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বন্ধ হওয়া গণমাধ্যম চালু করার সর্বোচ্চ সহযোগিতা চাই

বন্ধ হওয়া গণমাধ্যম চালু করার সর্বোচ্চ সহযোগিতা চাই
মোহাম্মদ ইমাদ উদ্দীন সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র

৩৬ শে জুলাই ০৫ ই আগস্ট স্বৈরশাসক ও জালিম সরকার পতনের পর থেকে গণমানুষের প্রত্যাশা ছিলো মজলুমের বাকরুদ্ধ কণ্ঠ দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশ সহ অতিশীঘ্রই চালু করে দেয়ার। আপসোস! এখনো পর্যন্ত সেই প্রত্যাশার কোন অগ্রগতি নেই।

‘বিগত সরকার তথা স্বৈরশাসক ও জালিম সরকারের সহিংসতা নিয়ে অনেক গণমাধ্যম বিভিন্ন মিথ্যাচার করতো। তারা সব সময় স্বৈরশাসক ও জালিম সরকারের চাটুকারিতা করতো। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরার কোন গণমাধ্যমই ছিলো না। যারা স্বৈরশাসক ও জালিম সরকারের অপকর্মগুলি তুলে ধরার চেষ্টা করতো সেই সব গণমাধ্যমদের গলা টিপে রাখা হতো। কিংবা ভিন্ন মতাদর্শের গণমাধ্যম হলেই বন্ধ করে দিতো। দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং দৈনিক আমার দেশ পত্রিকা ব্যতিক্রম নয়।

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, এবং দৈনিক আমার দেশ পত্রিকা সহ বন্ধ সকল গণমাধ্যম চালু করে দেয়া এবং সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪