অনুরক্তি উৎকন্ঠা
কখনো কখনো কিছু সময়
ঘড়ির কাঁটায় নিষিদ্ধ হয়ে যাক,
সেটা কোন দুঃসময় নয়,
দীর্ঘ প্রেমের উষ্ণ মূহুর্ত।
সে সময় হয়ত কাটবে তার হাত ধরে,
শিরা উপশিরায় রক্ত প্রবাহের শব্দ শুনে,
চোখের ভিতর আরেক জোড়া
প্রণয়ী চোখ দেখে।
হয়ত সেই রাতে তারাদের আনন্দে
চাঁদ পুলকিত হয়ে আলো ছড়াবে
নিস্তব্ধ হবে সেদিন সমস্থ ধরনী,
মহাকালে শুধু নিদ্রাহীন।
কলমে- চন্দনা চক্রবর্তী
কেএ