তবুও জাগে যে আশা
তোমার হাতটি ধরে পায়ে পায়ে হেঁটেছি অনেকটা দূর
পথের মায়ায় রোদেলা দুপুরে সবুজের ছায়ায়,
এই পুকুর ঘাটে কতো যে গল্প থাকে জানে শুধু রাধাচূড়া
ওরই ডালে ডালে কতো ফুল ফুটে দেখো হাসছে,
তুমি আলতো হাতে রাধাচূড়ার একটু হাসি নিয়ে
আমার চুলে জড়ালে।
ভালোবাসলে বলে জলের ছায়া দেখিয়ে জাগালে আশা
প্রকৃতিরা আজ কতো যে আপন তুমি তা বুঝালে,
মনের ভাবনায় হারাবার কষ্টগুলো হলো বিলিন
এই তুমিটা অনুভূতিগুলো জাগালে আলো আঁধারে,
দুঃখ সেচে সুখকে পেয়েছি অনেক অনেক ত্যাগে
খুশির মোহনায় তুমি ছিলে বলে ।
জীবন সংখ্যায় ঘনিয়ে আসছে বিদায় বেলা
ক্ষণস্থায়ী এ জগতে ভালোলাগায় চলুক কিছু আনন্দ,
স্বপ্নময় স্বাধীন চেতনায় তোমাতে আমাতে এলো অনেকটা বিশ্বাস
যে বাঁধায় ছিলো হতাশা আজ যেনো অফুরন্ত আশা
এই যে রয়েছো কাছে।
কলমে : রীতা মেরিয়ান রোজারীও
টিএ