Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

একটি উপনিষদ

একটি উপনিষদ
গ্রাফিকস: দেশ দেশান্তর ২৪. কম

কতো কথাই তো ছিলো বলার, 

 হয় নি বলা তারে কোনোদিন!

 

 হৃদয়ে জমে থাকা কথাগুলো 

 তাই জমতে জমতে 

 কালো মেঘের পালকিতে চড়ে 

 রুমীয় ঘরানার সুফিদের মতো 

 নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায়, 

 তবুও কেনো যে হয় না বলা! 

 

 কেনো যে এতো ঝড় আসে, 

 হৃদয় ফাঁসে প্রেমের ফাঁদে! 

 

 পাথরচাপা হলুদ ঘাসের মতো 

 জীবন মুচকি হেসে উঠতে চায় 

 রোদেলা সকালের মতো! 

 

 কতো দিন ভেবেছি বলে দেবো 

 কিন্তু এই একজীবনে হয় নি বলা ! 

 

 জানি, এই বলতে না পারার 

 ব্যর্থতার দায়ভার শুধুই আমার, 

 তবুও কার কাছে যে অনুযোগ ;

 নিজেও কী তা জানি?
কেএ