আবার কি হবে দেখা
এই শহর বিষাদে আক্রান্ত হয়
গোধূলি লগ্ন কেঁদে ওঠে শরতের পড়ন্ত শুভ্রমেঘে যেখানে জল নেই
যেখানে প্রেম নেই, যেখানে ছায়া পড়েনা তোমার।
হঠাৎ দুঃস্বপ্নের রাত্রির প্রহরে
আমার প্রেমিকারা আত্মহত্যা করতে উদ্যত হয়,
আমি শুনছিলাম তখন শোকের গান
পড়ছিলাম মধ্যযুগের গীতি কবিতা
চোখ বন্ধ করে দেখছিলাম দুরে চাঁদের পাহাড়।
তুমি দেখা করতে এসেছিলে দূর কক্ষপথে হেঁটে হেঁটে এই গোলার্ধে, এই শ্যামলিমায়,
কিন্তু হলো না দেখা মুখে মুখ রেখে --
আবার কি কখনও হবে দেখা বংশী নদীর তীরে
যেথায় পথের ধূলি উড়ে বাতাসে
যেথায় ধূসর সন্ধ্যা নামে,
যেথায় শোনা হবে কী আবার কোনও সন্ধ্যার গান।
কেএ