নিষিদ্ধ আঁধার
চোখ মৎস্যের চোখের মতো
ছানা বড় হয়ে কাতরাচ্ছে
নিষিদ্ধ আঁধার'ধেয়ে আসছে
কচ্ছপের ন্যায়!
কীটপতঙ্গরা অসময়ে অসহায়ত্বের
সুযোগে ঝেড়ে কাশি দিচ্ছে
নতুন চৌদিক যৌক্তিকের প্রত্যাশায়
তাকিয়ে কার্নিশে মৃদু চুম্বনে অধীর
ক্ষীণ আলো আঁধারির খেলায় মেতেছে
উদ্ভট কল্পনা,অসহিষ্ণুতার কৃত্রিম বুদ্ধিমত্তায়।
মরিয়া হয়ে দিশেহারা বিভ্রান্তকর
পারিপার্শ্বিক' পেন্ডুলামের গতির বেগে-
ধ্যান ভাঙবে যখন নিষিদ্ধ আঁধার'
পালাবে কোথায় ! কোথায় -?
সহস্রাব্দির পথ হাঁটা শুরু হলো নব
যুগের সূচনা লগ্নে -
হাঁটার দূরপাল্লা
ক্লান্তি নির্ণয়' সমীক্ষা আঁকড়ে ধরবে,
ছোঁয়ার সুযোগ নিখাদ অবহেলিত!
জন্ম থেকে কপাল প্রশ্নবিদ্ধ
দিকভ্রান্ত উচ্চ বাক্যের ধ্বনি
দূষিত সভ্যতা সর্বদাই উশৃঙ্খল
দুর্গন্ধ ছড়াচ্ছে - শহরের তপ্ত ঘ্রাণ বিকট।
নিরঅহংকার প্রকৃতি উদার দৃষ্টিতে
আপন মহিমা ছড়ায়
নিদ্রাহীন অভিযোগ নিশাচর রূপে।
এএজি