Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

মিয়ানমারে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৯৩

মিয়ানমারে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৯৩

মিয়ানমারে বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ জনে। এ ছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন অন্তত ৮৯ জন মানুষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।

মিয়ানমারের জান্তা সরকারের তথ্য বিভাগ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বন্যায় অন্তত ২৯৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বন্যা লক্ষাধিক গবাদিপশু মারা গেছে। পাশাপাশি নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি। 

এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, বন্যার কারণে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর বা ৬ লাখ ৬০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে এক লাখেরও বেশি বিভিন্ন ধরনের গবাদিপশু মারা গেছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছিল, বন্যার কারণে মিয়ানমারে ৬ লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। মিয়ানমারের জান্তা সরকারও বিদেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সামান্য পরিমাণ সাহায্য দিলেও আর কোনো দেশ এখনো পর্যন্ত দেশটিতে সহায়তা পাঠিয়েছে কি না তা জানা যায়নি।


টিএ

নামাজের সময়সূচী

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪