তুমি যদি
তুমি কি আমার হও একান্তই আমার।
আমি এক আকাশ সমান
ভালোবাসা দিয়ে
তোমার আকাশের জমানো
কষ্টের অশ্রুগুলো সব আমার
করে নিয়ে আনন্দের অশ্রু ঝরাবো।
তুমি যদি আমার হও একান্তই আমার।
শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ায়
রাঙিয়ে বসন্তের হাওয়ায়
উড়িয়ে নিয়ে যাবো তোমায় নীল দিগন্তে।
ভালোবাসায় পরতে পরতে
নতজানু হয়ে প্রেম নিবেদন করবো।
তুমি যদি আমার হও একান্তই আমার।
রাতের জোছনার আলোতে
শিউলির শুভাসে মুখরিত হবে
তোমার আমার মিলনমেলায়
চারদিকে সুরের মূর্ছনায়
সাজাবো দুজন নতুন ভূবণ।
তুমি যদি আমার হও একান্তই আমার।
পূর্নিমার আলোআঁধারিতে
তোমার গভীর যুগল আঁখির
মাঝে হারিয়ে যাবো যুগযুগান্তরের পানে।
সেখানে তোমায় নিয়ে রোমান্টিক
প্রানবন্ত ভালবাসার গল্প সাজাবো।
কলমে : শিল্পী রায়
এএজি