Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বারি আয়োজিত আইডিয়া প্রদান প্রতিযোগিতায় সেরা তিন

বারি আয়োজিত আইডিয়া প্রদান প্রতিযোগিতায় সেরা তিন
ছবি: সংগৃহীত

কৃষি যান্ত্রিকীকরণে তরুণদের আকৃষ্ট করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা, সেমিনার ও আইডিয়া প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. আল আমিন। দ্বিতীয় স্থান লাভ করেন ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সাফিন হোসাইন ও এম এ কাওসার খান সাজিদ, আর তৃতীয় স্থান অর্জন করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ও ইসরাত জাহান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। প্রদর্শনীর পর মিলনায়তনের ভেতরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা ও সেমিনার। 

প্রতিযোগিতায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা একক ও দলগতভাবে পোস্টার উপস্থাপনের মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্র ও প্রযুক্তির ধারণা দেন। স্মার্ট যন্ত্রাদি, স্মার্ট ট্র‍্যাকিং ও ট্রেসিং সিস্টেম, একই যন্ত্রে একাধিক ফসল মাড়াইকরণ, জিপিএস ও ড্রোন ব্যবহার করে কীটনাটশক প্রয়োগ, ফসল কাটার পরের ক্ষতি কমানোর প্রযুক্তি, যন্ত্রপাতি ভাড়া নেওয়ার জন্য কাস্টম হায়ার সার্ভিস চালু, সেন্সরের মাধ্যমে সবজির অভ্যন্তরীণ ক্ষতির পরিমাণ জানাসহ বিভিন্ন বিষয়ে পোস্টার উপস্থাপন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে সেরা তিনটি আইডিয়া উপস্থাপনকারী দলগুলোর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং বারির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হকের সঞ্চালনায় সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা।

বারির ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 'কৃষি যন্ত্রপাতি ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)' প্রকল্পের অর্থায়নে সেমিনার, মেলা ও আইডিয়া প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকালে বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন বলেন, কৃষিতে শ্রমিকের ক্রমবর্ধমান সংকট কাটাতে যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বারি এ পর্যন্ত মোট ৫৫টি কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে যা মাঠ পর্যায়ে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। আমাদের চেষ্টা হলো যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, কৃষির উন্নয়নের জন্য কৃষিকে লাভজনক কৃষিতে উন্নিত করা প্রয়োজন, যা যান্ত্রিকীকরণ ছাড়া সম্ভব নয়। কৃষির সকল ক্ষেত্রে যান্ত্রিকীকরণ জরুরি। যান্ত্রিকীকরণের এই বিষয়টি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছে। ফলে তরুণ প্রজন্মের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ট্যালেন্ট হান্ট নামের এই আইডিয়া প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এইসকল কাজের সাথে যুক্ত থাকার জন্য। তবে বাংলাদেশের প্রেক্ষিতে উপযোগী এবং কৃষকের সামর্থ্য অনুযায়ী যন্ত্রগুলো তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।

 
এএজি

নামাজের সময়সূচী

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন