বাকৃবির কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ২৫ দিনের বিশেষ প্রশিক্ষণ শুরু
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া। এছাড়া প্রশিক্ষণার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোর্স কো-অর্ডিনেটর মাছুমা হাবিব বলেন, ১৭ বছর ধরে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের এখন প্রশিক্ষণের সুযোগ এসেছে। আমি আশা করছি সবাই মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং নিজেদেরকে আরও দক্ষ করে তুলবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, মানুষের দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ আপনাদের কর্মকর্তাদের দক্ষতা আরও উন্নত করবে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপনের জন্য বাইরের প্রশিক্ষক আনার উদ্যোগ নেওয়া হবে। এ প্রশিক্ষণের পাশাপাশি নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে যাতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ না হয়।
২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আরও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজক দল।
এএজি