Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিসিএস-

লম্বা সময় ধরে প্রস্তুতি নেওয়াটাই চ্যালেঞ্জ

লম্বা সময় ধরে প্রস্তুতি নেওয়াটাই চ্যালেঞ্জ
দেশ দেশান্তর
জহিরুল ইসলাম (কাজল)। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম পুলিশ ক্যাডার এবং একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। জন্ম ও বেড়ে ওঠা শিক্ষার জনপদ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়। প্রবল ইচ্ছা শক্তি, ধৈর্য আর অধ্যবসায় দিয়ে জায়গা করে নিয়েছেন ৩৮তম পুলিশ ক্যাডার তালিকায়। সম্প্রতি তিনি পড়াশোনা, সফলতা ও ব্যর্থতা নিয়ে দৈনিক দেশ দেশান্তরের সঙ্গে কথা বলেছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন দেশ দেশান্তরের নিজস্ব প্রতিবেদক কাউসার আহমেদ।
 
দেশ দেশান্তর - জানার আছে অনেক কিছুই তবে আপনার ছেলেবেলার গল্প দিয়েই শুরু করতে চাই। 
জহিরুল ইসলাম - ময়মনসিংহের ফুলবাড়ীয়াতেই আমার ছেলেবেলা কাটিয়েছি৷ ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের ছিলাম আমি৷ নতুন কিছু জানা এবং জানানোর ভিতর দিয়েই কেটেছে আমার শৈশব৷ 
 
দেশ দেশান্তর - এত চাকুরী থাকতে বিসিএস কেন?  বা এই ক্যাডারে কেন আসলেন?  
জহিরুল ইসলাম - বেশিরভাগ সময় জীবন আমাদের সাথে কথা বলেনা৷ শুধুউ ধাক্কা দেয়৷ একেকটা ধাক্কায় জীবন যেন বলে উঠতে চায় জেগে ওঠো আমি তোমাকে কিছু শেখাতে চাই৷  মূলত সামাজিক স্বীকৃতি ও সম্মান বিসিএস এর প্রতি আগ্রহী করে তোলে। বড় ভাইয়ের উৎসাহ ও প্রেরণা এতে বেশ কাজ করেছে। যে কোন  ক্যাডার সার্ভিসে হলেই খুশি হতাম। তবে, পুলিশে আসার পেছনে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই থেকে শুরু,,,
 
দেশ দেশান্তর - কিভাবে বিসিএস প্রস্তুতি নিয়েছিলেন? 
জহিরুল ইসলাম -  ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষে কোচিং সেন্টারে যাই এবং  নিয়মিত পড়াশোনা করেছি। সবকিছু নিয়মমাফিক করার চেষ্টা ছিল সেই শুরু থেকেই৷ বিসিএসে প্রস্তুতির শুরুতেই ‌‘জব সল্যুশন’র প্রিভিয়াস প্রশ্ন এনালাইসিস করেছিলাম। এরফলে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বাদ দেওয়া প্রয়োজন, কোন বিষয়গুলো থেকে বার বার প্রশ্ন আসে এসব নিয়ে একটা ভালো ধারণা পেয়েছিলাম। যে বিষয়ে দুর্বলতা অনুভব করি, সেগুলো বেশি বেশি পড়েছি। মূল বইয়ের সঙ্গে সাপ্লিমেন্টারি বই সংগ্রহ করেছি। প্রথমদিকে সিলেবাস দেখে ভয় পেয়েছিলাম। এছাড়াও মূল বই ছাড়াও সহায়ক বই, সংবাদপত্র-সাময়িকী নিয়মিত পড়েছি। বাংলা, ইংরেজি সাহিত্য, মুক্তিযুদ্ধ, সংবিধান, মানচিত্র, ম্যাথ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য নোট করে রাখতাম এবং কিছুক্ষণ পর পর সেগুলো চোখ বোলাতাম। তবে ইংরেজি, বিজ্ঞান এবং ম্যাথে নিয়মিত সময় দিয়েছি।
 
দেশ দেশান্তর -ভাইভা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই?
জহিরুল ইসলাম - ভাইবা বোর্ড খুব আন্তরিক  ছিল। প্রায় দশ মিনিটের ভাইভাতে কবি নজরুল, তাঁর গান ও ব্যক্তি জীবন এবং নিজ বিষয়ের উপর প্রশ্ন ছিল। এছাড়া  প্রথম পছন্দ পুলিশ সম্পর্কে প্রশ্ন ছিল৷ 
 
দেশ দেশান্তর - কোন বই গুলো সংগ্রহে রাখা জরুরী বলে মনে করেন?
জহিরুল ইসলাম - যে কোন এক সেট গাইড বই ( ওরাকল/এমপিথ্রি ), একটা ডাইজেস্ট, পছন্দ মত। বোর্ড বই নবম-দশম শ্রেণি ( পৌরনীতি, ভূগোল, ইতিহাস, বাংলা ব্যাকরণ, সাধারণ বিজ্ঞান, গণিত); একাদশ শ্রেণির পৌরনীতি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। অষ্টম শ্রেণির গণিত ও বিজ্ঞান। 
 
দেশ দেশান্তর -কোচিং করা আবশ্যক কি?  আপনি কি মনে করেন? 
জহিরুল ইসলাম -নিজে বাসায় পড়ে, ক্ষেত্র বিশেষে খুব অল্প সময় পড়েও অনেকেই ক্যাডার হয়েছেন, তবে আমি কোচিং করেছি এবং একটা ভালো প্রস্তুতির জন্য কোচিং করা যেতে পারে। বিশেষভাবে নিজেকে যাচাই করা এবং জ্ঞানের পরিধি বাড়িয়ে নেওয়ার জন্য। 
 
দেশ দেশান্তর -জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি ছিলো?
জহিরুল ইসলাম - খুব বড় প্রতিবন্ধকতা ছিলো বলা যাবে না। তবে লম্বা সময় ধরে প্রস্তুতি নেওয়া ও অপেক্ষা করার চ্যালেজ্ঞ ছিলো। শুরু সবাই করতে পারে তবে শেষ অবধি টিকে থাকার লড়াইয়ে নিজের অস্তিত্ব ধরে রাখাটা চ্যালেন্জ্ঞের৷ সমস্যা যা- ই আসুক  আমার পরিবার সব সময় পাশে ছিলো, আমার জন্য তাদের ত্যাগ ও আমার ভাই বোন ও মায়ের আমার প্রতি প্রত্যাশা, আমাকে লক্ষ্যে অটুট রাখতে সাহায্য করেছে।
 
দেশ দেশান্তর - পর্দার আড়াল থেকে অনুপ্রেরণা যুগিয়েছে কেউ?  এই মুহুর্তে ঠিক কাকে বেশি মনে পড়ছে? 
জহিরুল ইসলাম - আমার বড় ভাই যিনি গত হয়েছেন, তিনি বেঁচে থাকলে খুব আনন্দিত হতেন। আমার আব্বা বেঁচে থাকলে উনি নিশ্চয়ই অনেক বেশি খুশি হতেন।  সকল  শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং বেশ কয়েকজন প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ; তাদের সবাইকে মনে পড়ছে এবং পড়ে সর্বদা।
 
দেশ দেশান্তর - এই পেশায় এসে পরবর্তীতে নিজেকে কোথায় দেখতে চান?  দেশ এবং দেশের মানুষকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে?
জহিরুল ইসলাম - পুলিশের উর্ধতন স্যাররা বলেন, " পুলিশে যোগদান করা সহজ, সফলভাবে কাজ করে অবসরে যাওয়া কঠিন।" মানে সব সময় প্রতিকূলতা ও ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তবু নিজেকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই, যেখান থেকে মানুষের জন্য আরো বেশি কাজ করা সম্ভব। একটা স্বপ্ন নিয়ে পুলিশে যোগদান করেছি, মানুষের জন্য নিরাপদ ও সহজ সেবা নিশ্চিত করবো। দেশটি আরো বেশি বসবাস যোগ্য ও উন্নত হবে এটি প্রত্যাশা এবং এর বাস্তবায়নে ও সকল মানুষের জন্য কাজ করতে চাই।
 
দেশ দেশান্তর - নতুনদের মাঝে বিসিএস এক স্বপ্নের নাম৷ প্রায় ৯০ ভাগ শিক্ষার্থীই বিসিএসে আসতে এক অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে৷ আপনি কি মনে করেন, এই সমস্যা হতে পরিত্রানের উপায় কি?
জহিরুল ইসলাম - সকল নিয়োগ পরীক্ষার মধ্যে বিসিএস পরীক্ষায় মানুষের আস্থা, ক্যাডার অফিসার হওয়ার মাধ্যমে দেশের নীতি তৈরী ও বাস্তবায়নে অবদান রাখার সুযোগ, সামাজিক মর্যাদা   এবং বর্তমানে ক্যাডারের পাশাপাশি অনেক নন-ক্যাডার অফিসার নিয়োগ বিসিএসের মাধ্যমে হওয়ায় বিসিএস এর প্রতি সাধারণ চাকুরি প্রার্থীদের প্রবল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এটা বরং তাদের স্বচ্ছ নিয়োগের প্রতি আস্থা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় বহন করে।  তবে, আমাদের বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরি, কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ, বেসরকারী চাকুরির প্রতি আগ্রহ   এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মনোভাব আমাদের এগিয়ে রাখতে পারে। 
 
দেশ দেশান্তর - নতুন যারা বিসিএসে আসতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে?
জহিরুল ইসলাম - যারা নতুন, তারা বোর্ড বই, পেপার, নিউজ পড়ে ও শোনে নিজেকে সমৃদ্ধ করবে। অবশ্যই বিসিএস এর সিলেবাস ভিত্তিক পড়াশোনা করবে এবং সম্ভব হলে কোচিং করবে। 
 
দেশ দেশান্তর - দারিদ্র্যতা বিসিএসে কোন বাধা হয়ে দাড়াতে পারে কি?  কি মনে করেন আপনার?
জহিরুল ইসলাম - দারিদ্র্য বিসিএস প্রস্তুতির জন্য কোন বাঁধা হবে বলে মনে হয় না। বিসিএস প্রস্তুতি দেশের যে কোন প্রান্তে থেকেও নেওয়া সম্ভব এবং বই কেনা ব্যতিত অতিরিক্ত ব্যয়ও হয় না তেমন। কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়া, সহজ কাজ নয়।  নতুনদের জন্য শুভকামনা।
 
দেশ দেশান্তর - আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ৷ 

জহিরুল ইসলাম - আপনাকেও ধন্যবাদ৷ দেশ দেশান্তরের জন্য শুভকামনা৷


ডব্লিউটি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪