Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

জীবনের অমূল্য বানী

জীবনের অমূল্য বানী

এক বিলাসী বিকেলে

তুমি এসেছিলে,

একগুচ্ছ বুনো ফুল

হাতের মুঠোয় তুলে

আমি ছিলেম চিলে কোঠার ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে। 

 

" খোলা চুল, কালো টিপ

হলুদ কালোয় জড়ানো রেশ্মি কাপড়ে মোড়ানো ঠিক যেনো একটা ছোট্ট পুতুল। "

এভাবেই তুমি বলেছিলে আমায়,

হু, সেদিন পাত্তাই দেইনি তোমায়। 

ভাবিনি ওটা শুধু কথার কথা নয় ছিলো পুরোটাই জীবনের অমুল্য বানী।

তুচ্ছ ভেবে ফেলেছি ছুড়ে যে ফুল আমি, 

ভাবিনি এ বেলায় এসে সেই ফুল আবার কুড়াবো আমি।

 

কলমে- আকলিমা হক আাখি
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন