“দ্বায় মুক্তি”

একদিন হবে দ্বায় মুক্তি
মিটিয়ে দেব সকল লেনাদেনা,
মুক্ত গগণে মেলবো ডানা
রাখবো না কোনো অমিল চুক্তি।
থাকবে না কোনো জটিল ধাঁধা
মানবো না কোনো নিয়ম বাধা,
থামাতে পারবে না কোনো রুদ্ধ শক্তি।
কারণ,
আমাকে যে পেতে হবে দ্বায় মুক্তি।
মুক্ত করে দেব প্রেমিকার হাত
অবাধ পাখির ন্যায় উড়বে আকাশে,
ফিরবে আবার মুক্তি পাওয়ার দ্বায় মেটাতে।
জানি,
সে'ও আমার মতোই মুক্তি ভালোবাসে।
আচ্ছা, অপরাধীর কি কখনো দ্বায় মুক্তি হয়?
দ্বায় মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা যে আমার!
হাসিমুখেও মেনে নেব ফাঁসিমঞ্চে দাঁড়িয়ে মৃত্যু
কারণ,
আমি যে দ্বায় মুক্তি পেতে ভালোবাসি।
কলমে- আব্দুল্লাহ আল আরমান সৌরভ
শিক্ষার্থী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
কেএ