হে জীবন, আজ আমি হেরে গেলাম

আজ জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হলো। চার বছরের অক্লান্ত পরিশ্রম, বিনিদ্র রজনী, আর চাপা পড়া স্বপ্নগুলোর যেন আজ মুক্তি। ক্লাস রুম থেকে বের হয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম। মুক্ত বাতাস যেন জানান দিচ্ছে, জীবনের নতুন যুদ্ধ শুরু।
কিন্তু মনটা কেন জানি ভারাক্রান্ত। মনে হচ্ছে, জীবনটা সময়ের কাছে হেরে যাচ্ছে। আজ যে আমি আর চার বছর আগের আমি এক নই। সময়ের নির্মম স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে গেছে এক অজানা গন্তব্যে।
পরীক্ষার হল থেকে বের হয়েই মোবাইলটা হাতে নিলাম। কিন্তু বন্ধুদের ফোন দিতে ইচ্ছে করলো না। মনটা আরও ভার হয়ে গেল। চার বছর ধরে যাদের সাথে প্রতিটি মুহূর্তে ছিলাম, আজ তাদের থেকে দূরে চলে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে, এই মুহূর্তগুলো যদি আবার ফিরে আসতো।
জীবনের প্রতিটি মোড়ে, সময়ের কাছে হেরে যাচ্ছি। আজ মনে পড়ছে, ছোটবেলায় যখন ডাক্তার হতে চাইতাম, তখন সময় আমাকে টেনে নিয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এর পথে। আজ যখন ইঞ্জিনিয়ার হয়েছি, তখন সময় আমাকে ঠেলে দিচ্ছে চাকরির বাজারে।
হঠাৎ মনে পড়লো বাবার কথা। বাবা সবসময় বলতেন, "সময় কারো জন্য অপেক্ষা করে না।" আজ কথাটা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। মনে হচ্ছে, আমি সময়কে হারিয়ে ফেলেছি। সময় আমাকে হারিয়ে দিয়েছে।
শিক্ষকদের কথা মনে পড়লো। তারা শুধু আমাদের পড়াননি, বরং জীবনের সঠিক পথ দেখিয়েছেন। আজ এই চার বছরের শেষে, তাদের শেখানো প্রতিটি কথা মনে পড়ছে। মনে হচ্ছে, তাদের সাথে কাটানো সময়গুলো যদি আরও দীর্ঘ হতো। আজ তাদের থেকে দূরে সরে যাচ্ছি, এই ভাবনাটা মনকে কষ্ট দিচ্ছে।
তার চেয়েও বেশি মনে পড়ছে বড়ো ভাইদের কথা। তারা আমাদের কাছে ছিলেন ছায়ার মতো। প্রতিটি পরীক্ষায়, প্রতিটি কঠিন মুহূর্তে তারা আমাদের পাশে ছিলেন। তাদের অভিজ্ঞতা আর পরামর্শ আমাদের পথকে সহজ করে দিয়েছে। আজ তারা আর নেই আমাদের কাছে। তারা সবাই নিজেদের জীবনে ব্যস্ত। আজ যখন আমার জীবনের নতুন পথ শুরু হচ্ছে, তখন তাদের অভাব খুব অনুভব করছি।
আর ছোট ভাইদের কথা কী বলবো! তাদের সাথে কাটানো সময়গুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে মজার মুহূর্ত। তাদের সাথে হাসি-ঠাট্টা, খেলাধুলা, আর ছোট ছোট যুক্তি-তর্কগুলো আজ এক মধুর স্মৃতি।
আজ মনে হলো, আমি আর আমি নই। আমি এক যন্ত্র। সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে আজ আমি ক্লান্ত। আজ আমি আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার সত্তাকে হারিয়ে ফেলেছি।
আজ আমি একটা সাদা কাগজে একটা নীল খামে চিঠি লিখলাম। জীবনের উদ্দেশ্যে।
"হে জীবন, আজ তোমার কাছে হেরে গেলাম। আজ আমি সময়ের কাছে হেরে গেলাম। কিন্তু আমি জানি, একদিন আমি আবার উঠে দাঁড়াবো। যেদিন আমি সময়ের চেয়েও বেশি শক্তিশালী হবো। সেদিন আমি তোমাকে নতুন করে ভালোবাসবো।"
চিঠিটা খামের ভিতরে রেখে দিলাম। আজ হয়তো সময়ের কাছে হেরে গেলাম, কিন্তু আমি জানি, আগামী দিনে আমি আবার সময়ের সাথে যুদ্ধ করে জিতবো।
কেএ