প্রকৃতিতে পাখি অপরূপ

ডালে বসে ছোট্ট পাখি মেলে ধরে আঁখি
লেজ উঁচিয়ে এদিক ওদিক চায়
কত আনন্দ পায়।
প্রকৃতিতে পাখিরা কি অপরূপ সুন্দরী
এসো পাখিদের না ধরে
নজিরবিহীন ভালোবেসে আলোড়ন সৃষ্টি করি।
পাখিরা সবুজের ছায়ে থাকে
কিচিরমিচির ডাক
দূরে দূরে উড়ে সারাদিন ঘুরে,
ক্লান্তি শেষে পাখি পায়না আশ্রয়,
আছে প্রাণে ভয়।
আমরাও জানি সবাই পাখিদের দশা,
দুষ্ট লোকে যদি দেখে পাখি
দেখতে টসটসা
পিছু লাগে তার পায়না পাখি পার,
নানান কৌশলে ধরে এভাবেই কত পাখি মরে।
ঘরে নিয়ে রাখে খাঁচায় করে পাখি বন্দী,
কত করে মানুষ
এই ছোট্ট পাখিগুলো ধরতে সন্ধি।
এভাবেইতো পৃথিবীতে আজ
পাখিদের আনাগোনা কমে গেছে
পাখি দেখলেই কেউ কেউ মারে ঢিল
নির্বোধ মানুষের আছে নেশা,
কেউ কেউ চুপিসারে বেছে নিয়েছে পাখি ধরার পেশা।
কলমে রিতুনুর
এএজি