Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

একটি বটবৃক্ষ হারাল সাংবাদিক সমাজ

একটি বটবৃক্ষ হারাল সাংবাদিক সমাজ
ছবি: সংগৃহীত

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটা একটি দায়িত্ব—একটি অঙ্গীকার। এই অঙ্গীকার যিনি আমৃত্যু লালন করে গেছেন নির্ভীকভাবে, তিনি সাঈদুর রহমান রিমন। আজ তিনি নেই। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।

বাংলাভূমির প্রধান সম্পাদকের চেয়ার যিনি শুধু পদ নয়, মর্যাদায় উত্তীর্ণ করেছিলেন, সেই রিমন ভাইয়ের হঠাৎ বিদায় সংবাদ যেন আমাদের ভেতরে এক বেদনাভারে চেপে বসেছে। তার হাতে গড়া রিপোর্টিং দল, তরুণদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে ওঠা তার অফুরন্ত জ্ঞান ও তীক্ষ্ণ বিশ্লেষণী দৃষ্টি আমাদের অনেককেই গড়ে তুলেছে।

তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার এক অনন্য পথিকৃৎ। অপরাধ, দুর্নীতি কিংবা রাষ্ট্রীয় অন্যায্যতার বিরুদ্ধে কলম ধরতে কখনো পিছপা হননি। বাংলাভূমি থেকে শুরু করে দেশবাংলা, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪ডটকম—যেখানেই কাজ করেছেন, সেখানে তিনি রেখে গেছেন অনুসন্ধানের সোনালি ছাপ।

ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী, সহানুভূতিশীল ও অন্তর্মুখী এক সাহসী মানুষ। কণ্ঠস্বর নরম, কিন্তু অভিপ্রায়ে অটল। সহকর্মীদের প্রতি সদয়, তরুণদের প্রতি উদার, আর অন্যায়ের প্রতি ছিলেন নির্মম।

সাংবাদিক সমাজ আজ যেন নিঃস্ব। এই বটবৃক্ষের ছায়ায় আমরা যারা একটু প্রশ্রয় পেয়েছিলাম, তাদের চোখে আজ শুধু অন্ধকার। তবে আমরা তার কাজের মধ্যেই তাকে স্মরণে রাখব। অনুসন্ধানের মানচিত্রে রিমন ভাই চিরজাগরূক হয়ে থাকবেন।

আল্লাহ এই মহৎপ্রাণ মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন—এই দোয়া আমাদের সকলের।

 
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪