Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রমজান ও পরিবার 

রমজান ও পরিবার 
গ্রাফিকস দেশ দেশান্তর ২৪.কম

রমজানে নিজ বাড়িতে পরিবার সঙ্গে ইফতার করতে সবাই পছন্দ করে। তবে সবাই যে পেরে ওঠে এমনটাও নয়। খুব কম শিক্ষার্থীরাই সেই সুযোগটা পায়। রমজানের শুরুতে ক্লাস চলমান থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয় পরিবার ছেড়ে থাকতে। তাই রমজানের শুরুর দিকে পরিবারের সঙ্গে তাদের ইফতার করা হয় না।

রমজানে পরিবারকে ছেড়ে ক্লাস, এসাইনমেন্ট, ল্যাবরিপোর্ট, প্রেজেন্টেশন যেন আরো খারাপ থাকার সঙ্গী হয়। ক্লাস শেষ করে রুমে ফিরে ইফতার আয়োজন করতে হয় নিজের। 

পরিবার-পরিজনকে পাশে না পেলেও রমজানের পবিত্রতা রক্ষা করে এ দেশের নিয়মে শিক্ষার্থীরা রোজা রেখে চলছেন। আর বন্ধু ও সহপাঠীরা সবাই এক সঙ্গে মিলে ইফতার-সাহরি করে ভুলে থাকার চেষ্টাও করছেন পরিবারের সঙ্গে কেটে যাওয়া দিনগুলোকে।

রমজানে পরিবারের কাছে থাকলে পছন্দের খাবারগুলো রান্না করা হলেও পরিস্থিতি পুরোটাই উল্টো। হোস্টেল থেকে সাহরি ও ইফতারসহ সবকিছুই করতে হয় নিজেদের। যদিও অনেকেই আবার বাইরে বাসা ভাড়া নিয়েও থাকছেন। তবে নিজ বাসায় সব সময় ভালো খাবার হলেও সময়ের প্রয়োজনে হ-য-র-ল খেয়েই থাকতে হচ্ছে।

ইফতার মানে শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, একসঙ্গে ইফতার করার মাধ্যমে গভীর হয় পারস্পরিক বন্ধন। অনেকেই আবার এই বছর বন্ধু, জুনিয়র-সিনিয়রদের সাথে ক্যাম্পাস জীবনের শেষ ইফতার করেছে। সময়ের সাথে ভালোবাসার এই প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হবে তাদের, শুধু স্মৃতিপটে থাকবে বন্ধুদের সাথে কাটানো এত দিনের মধুর সময়গুলো। বিভিন্ন পরিবার থেকে এসে একত্রে থাকতে গিয়ে শিক্ষার্থীরা একে অপরের পরিবারের সদস্যর মতো হয়ে যায়। 
কেএ