Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

কে আমি, কি আমার পরিচয়!

কে আমি, কি আমার পরিচয়!
গ্রাফিকস দেশ দেশান্তর ২৪.কম

আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বোর্ড অব গভর্নর্স এর মহাপরিচালক ছিলাম এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এবং ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এ পদায়িত আছি তখন অনেক লোকই তাদের অনেক যৌক্তিক বা অযৌক্তিক দাবী নিয়ে বিপদগ্রস্থ হয়ে আমার কাছে আসে তার বা তাদের নিজেদের কাজের জন্য। আমার জানামতে আমি কাউকে কখনো তার প্রত্যাশিত এবং যৌক্তিক কাজটা না করে ফিরিয়ে দেইনি। 

এখনো অনেকে আশা করে যে আমি ঐ একই রকমের সহায়তা সবাইকে প্রদান করি। আসলে এটা সম্ভব কিনা তা আমি জানিনা। তবে চেষ্ঠা করি। কিন্তু অনেক ক্ষেত্রেই সকলের প্রত্যাশিত আশা পুরন করতে পারি না। অনেকে তার জন্য আবার মন খারাপ করে। সে কিন্তু একবারও চিন্তা করে না যে অসম্ভব কাজকে সম্ভব করা যায় কিনা। সবাই স্বার্থপরের মত নিজের কাজটাকেই প্রাধান্য দেয়। আর না হলে মন খারাপ করে। সকল সহায়তা সব সময় যে করা যায় না তা কখনোই অনেকেই বুঝতে চায় না। তাই মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি যেন বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে আমরা সবাই তাদের সহায়তা করতে পারি।

 


কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪