Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

কবিতা

রক্তে লেখা যে নাম

রক্তে লেখা যে নাম
গ্রাফিক্স : দেশদেশান্তর ২৪

হে অমর

তোমার অস্তিত্ব মুছে দেয়ার 

ষড়যন্ত্র চারিদিকে

দৃশ্যতঃ না হয় - মুছে দেবে,ভেঙে দেবে

সব। 

যে রক্তের দাগ শুকিয়ে আছে

বাংলার জনগনের শিরা -উপশিরায় 

তা মুছে দেবে কোন উপায়ে। 

তোমার অস্তিত্ব জেগে আছে

সতের কোটি মানুষের হৃদয়ের কোঠরে

জেগে আছে পদ্মা -মেঘনা-যমুনায় 

জেগে আছে দিগন্তজোড়া সবুজ প্রান্তরে

জেগে আছে লাল-সবুজ পতাকায়।

তোমার বজ্রকন্ঠ প্রতিধ্বনি হয় 

আকাশে -বাতাশে

মানচিত্র কেঁপে ওঠে নীরব আর্তনাদে।

তোমার রক্তের ছোপ ছোপ দাগ 

বাংলার উর্বর জমিতে,

তোমার কন্ঠস্বর পাখীর কলকাকলীতে

তোমার বজ্রকন্ঠ মেঘের গর্জনে

কিভাবে বিলীন হবে তোমার অস্তিত্ব, তোমার স্মৃতি!

কালো থাবা আজ তোমার স্মৃতিতে ,মানচিত্রে

শূকুনেরা খুবলে খায় তোমার পাথর দেহ

কুঠারাঘাত হয়,তোমার রক্তঝরা এ বাংলা য়

হে মহান,

যতদিন পৃথিবী থাকবে,তুমি থাকবে

পাখীর গানে,নদীর কলতানে

আপামর জনতার হৃদয়ের গৃহকোনে।

 

কলমে- জোহুরা জ্যোতি

 
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪