Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গাজা: মানবতার কবরস্থানে নীরব বিশ্ব

গাজা: মানবতার কবরস্থানে নীরব বিশ্ব
গ্রাফিক্স: দেশ দেশান্তর ২৪.কম

গাজা এখন আর কেবল একটি ভূখণ্ডের নাম নয়; এটি বিশ্ব মানবতার হৃদয়বিদারক কবরস্থানে পরিণত হয়েছে। ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার ইজরায়েলের নির্মম আগ্রাসন চলছে একটানা ৭৫ বছরেরও বেশি সময় ধরে। ২০০৬ সালের পর গাজা উপত্যকায় এই দমন-পীড়ন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে করুণ বাস্তবতা হলো—শিশু ও নারীরা এই দীর্ঘমেয়াদী নিপীড়নের প্রধান শিকার।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলের সর্বশেষ সামরিক আগ্রাসনে ১৭ মাসে এখন পর্যন্ত (২০২৫ সালের প্রথমভাগ পর্যন্ত) গাজায় নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে ১৪ হাজারের বেশি শিশু ও ৮ হাজারের বেশি নারী। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, গির্জা—এমনকি জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলোর স্থাপনাও রেহাই পায়নি।

বিস্ময়ের ব্যাপার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্যবহৃত প্রায় ২.৭ মিলিয়ন টন বোমার তুলনায় গাজা উপত্যকায় কয়েক মাসের ব্যবধানে আরও বেশি উন্নত ও ধ্বংসাত্মক বিস্ফোরক ফেলা হয়েছে। ব্যবহৃত হয়েছে আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী ঘোষিত ফসফরাস বোমাও।

বিশ্বের তথাকথিত মানবাধিকারের রক্ষক আমেরিকা ও তার মিত্ররা একদিকে শান্তির বুলি আওড়ালেও, অন্যদিকে সরাসরি ইজরায়েলি বর্বরতাকে সমর্থন ও মদদ দিয়ে যাচ্ছে। আরব বিশ্ব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর নিরবতা পুরো মানবতার জন্য লজ্জাজনক হয়ে উঠেছে। বিশ্ব মোড়লদের এই নিষ্ক্রিয়তার বিপরীতে, সাধারণ মানুষের হৃদয় থেকে জন্ম নিয়েছে প্রতিরোধের মানবিক তরঙ্গ।

বাংলাদেশের শিক্ষার্থীরাও এই মানবিক প্রতিবাদে নিজেদের যুক্ত করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা গাজার মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। ক্যাম্পাসজুড়ে চলছে মানববন্ধন, প্রতিবাদী স্লোগান ও মৌন মিছিল। একইসঙ্গে, সন্ত্রাসী রাষ্ট্র ইজরায়েল এবং তার মিত্র যারা গণহত্যাকে মদদ ও ফুয়েলিং করছে, তাদের পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন শিক্ষার্থীরা।

যখন গাজার শিশুরা মৃত বাবা-মায়ের ছিন্নবিচ্ছিন্ন দেহ আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখে, তখন আমাদের নিরব থাকা মানে সেই হত্যাযজ্ঞের মৌন সমর্থন করা। গাজা শুধু ফিলিস্তিনিদের নয়—এটি আজ মানবতার এক সমষ্টিগত দায়। এই দায় থেকে মুক্তি পেতে হলে, আমাদের সবাইকে প্রতিরোধের কণ্ঠে কণ্ঠ মেলাতে হবে।

কলমে: নওশীন নাওয়ার জয়া
শিক্ষার্থী, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রিয় পাঠক, আপনিও দেশদেশান্তর২৪.কম অনলাইনের অংশ হয়ে উঠুন। আত্মকথা, লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-[email protected]-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
আত্মকথা ও মতামত উভয়ই লেখকের একান্তই নিজস্ব মতামত । লেখকের মতামতের সাথে দেশদেশান্তর২৪.কম এর কোন সম্পৃক্ততা নেই।

কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন